নয়াদিল্লি: বিশ্ব ক্রমশ উন্নয়নের দিকে। প্রতিটি দেশের মানুষের জীবন যাপন উন্নত হচ্ছে। ব্যবহার বাড়ছে প্রযুক্তির। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী এক মাসের মধ্যে ভারতের প্রতিবেশী দেশ মায়নমারের (Myanmar) ২০ লক্ষ মানুষ দুর্ভিক্ষের (Starvation) কবলে পড়তে পাড়েন। এরকমই আশঙ্কার চাঞ্চল্যকর খবর করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’। মায়ানমারের রাখাইন রাজ্যের ২ মিলিয়ন বাসিন্দা অনাহারে পড়তে পারেন। কারণ ভয়ঙ্কর সংঘাত এবং বাণিজ্য অবরোধের কারণে সম্পূর্ণ অর্থনৈতিক পতন। এই বিষয়ে রাষ্ট্রসঙ্ঘের এক কর্মকর্তা সতর্ক করেছেন। ওই রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে।
রাষ্ট্রসঙ্ঘের গবেষণা অনুসারে পশ্চিমে বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের রাখাইন (Rakhine) রাজ্যটি বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছে। কারণ জনগণের আয়ে সমস্যা, ধান চাষ হচ্ছে না এবং সামরিক বাণিজ্য বিধিনিষেধ মারাত্মক খাদ্য ঘাটতি ও মুদ্রাস্ফীতি হয়েছে। এমন পরিস্থিতিতে সেখানকার অনেকে ক্ষুধা নিবারণের জন্য ধানের তুষ খাচ্ছেন। অনেকে এক বেলা খাচ্ছেন। সাধারণত পশু খাদ্য হিসাবে যা ব্যবহৃত হয়। রাষ্ট্রসঙ্ঘের সহকারী মহাসচিব এবং ইউএনডিপির (UNDP) আঞ্চলিক ডিরেক্টর কান্নি উইগনারাজা (Kanni Wignaraja) বলেন, যে পরিস্থিতি তা নজিরবিহীন। তিনি বলেন, আমরা এটি দেখিনি। ঋণ নেওয়ার পরিমাণও বেড়েছে, যদিও মহাজনদের ঋণ দেওয়ার মতো কিছু নেই।
আরও পড়ুন: আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প, কতটা উদ্বেগে বাংলাদেশের ইউনুস সরকার
দেখুন অন্য খবর: