বর্ধমান: এক শিক্ষকের বিরুদ্ধে দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল। বর্ধমানের (Bardhaman) রাজগঞ্জ মালির বাগান এলাকার বিদ্যুৎ পাল নামে এক শিক্ষকের (Teacher) বিরুদ্ধে এমনই অভিযোগ। তিনি না কি শেয়ার মার্কেটে টাকা দ্বিগুণ করে দেবেন, এই বলে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে নিয়ে ফেরত দেননি। বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ওই শিক্ষকের নামে। আজ বুধবার তাঁকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ।
প্রতারিতরা জানান, ওই শিক্ষক বিভিন্ন চায়ের দোকানে আড্ডা মারতেন। মানুষের সঙ্গে কথা বলতেন। ভালো ব্যবহার ও শিক্ষকতার পরিচয় দেখিয়ে মানুষকে প্রতারণা করেন। অবশেষে টাকা ফেরত না পাওয়ায় সব প্রতারিত মানুষ তাঁকে গিয়ে টাকা ফেরত দেওয়ার কথা বললে কার্যত তিনি অস্বীকার করেন। তিনি বলেন, আমি কোনও টাকা নিইনি। এই কথা বলায় প্রতারিতরা বর্ধমান থানায় অভিযোগ করেন। তার এরকম কাজের সঙ্গে আর কারা যুক্ত রয়েছেন তা খতিয়ে দেখছে বর্ধমান থানার পুলিশ। বুধবারই আদালতে তোলা হয় শিক্ষককে।
আরও পড়ুন: দার্জিলিংয়ে পাহাড়ি চিতাশাবকদের কী নাম রাখলেন মমতা?
দেখুন আরও খবর: