কলকাতা: মিটল দূরত্ব। অনেকটাই স্বাভাবিক হয়েছে সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল। নায়িকার ইনস্টা স্টোরিতে। বুধবার শহরের এক পার্টি দেখা গেল এক বিরল দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ্যে আসতেই, হইচই। একই সঙ্গে ফ্রেমবন্দি মিমি চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি।
চলছে ডিসেম্বর। শীতের শহর মানেই পার্টিমুডে সকলেই। বড়দিনের আগেই মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি। এই মুহূর্তে জোর টক্কর চলছে টলিপাড়ায়। হঠাৎই সামনে এল একটি ছবি। রাজের সন্তান সিনেমা মুক্তির আগে একসঙ্গে পার্টি করেছেন মিমি চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অনেকটাই স্বাভাবিক হয়েছে সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল। নায়িকার ছেলে-মেয়ের জন্য বিশেষ উপহার পাঠিয়েছিলেন তিনি। সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতেও দেখা গিয়েছিল। এবার টলিপাড়ার দুই সুন্দরীকে একফ্রেমে দেখা গেল। টলিউড পার্টিতে সামিল হয়েছিলেন বহু তারকা। সেখানে হাজির ছিলেন রাজ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, মহেন্দ্র সোনি, অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ আরও বেশ কিছু তারকা। জমিয়ে পার্টি করেছেন সকলে। সেই প্রমাণ মেলে, মিমি, শুভশ্রী, অনিন্দ্যদের ইনস্টা স্টোরিতে নজর রাখলেই।
আরও পড়ুন: স্ট্যান্ড আপ কমেডি শো নিয়ে আসছেন অঙ্কুশ!
অন্য খবর দেখুন
