কলকাতা: দরজায় কড়া নাড়ছে উত্তরের হাওয়া, রাজ্যজুড়ে শীতের আমেজ। শীতের মরশুমে কমলালেবু হলে ব্যস জমে যায় গোটা ব্যাপারটা। এই ফলের বাগানে ঘুরে বেরাতে দেখা গেল টলি অভিনেত্রীকে। এর আগে ফ্ল্যাটের ব্য়ালকনিতে চোদ্দ শাক ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এবার কমলালেবু চাষ করলেন অভিনেত্রী। আর গাছ ভর্তি ফল দেখে আহ্লাদে আটখানা মিমি। নিজের আনন্দ উচ্ছ্বাসের ভিডিও স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন: জঙ্গলে জেব্রার সামনে নাচ বনি-কৌশানির
নিজের পরিশ্রমের ফলের স্বাদ মিষ্টি ছাড়া আক কিছু হয় না! হাজারো ব্যস্ততা সরিয়ে ফুল-ফলের চাষ করেন মিমি। গাছ ভর্তি কমলালেবু দেখে আনন্দে আত্মহারা মিমি। নিজেই সেই কমলালেবুর গাছ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নিজের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। মিমির শেয়ার করা ভিডিওতেই দেখা গেল, পুকুরপারের সারি সারি গাছে থোকা থোকা কমলালেবু হয়েছে। কোনওটা পাকা, আবার কোনওটায় পাক ধরেনি! আকারে ছোট হলেও এই মরশুমে কমলালেবু ফলানো মুখের কথা নয়। সেই ফল দেখে খুশিতে আত্মহারা মিমি। শুধু তাই নয়, মিষ্টি কুলের গাছও নিজে হাতেই লাগিয়েছেন। যদিও তাতে এখনও ফল ধরেনি। ‘এমন গাছপ্রেমী তারকা সত্যিই খুঁজে পাওয়া দায়!’, বলছেন অনুরাগীরা।
View this post on Instagram
অন্য খবর দেখুন