কলকাতা: কুয়াশায় ঢেকেছে ডিসেম্বরের শহর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। একইরকমভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদা জেলাতেও শুষ্ক থাকবে আবহাওয়া। মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রির কাছাকাছি।
আরও পড়ুন: রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে রাজভবনে মমতা
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদায় মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কায় এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবারও একই পরিস্থিতি বজায় থাকবে। তবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত কুয়াশার অবস্থা সম্পর্কে এখনও কোনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। মঙ্গলবার এবং বুধবার সকালে অল্পবিস্তর কুয়াশা থাকলেও তা খুব একটা প্রভাব ফেলবে না। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই পরিবর্তনের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে শীতের আমেজ আরও বাড়বে। তবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত তাপমাত্রায় আর কোনও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
দেখুন আরও খবর: