কলকাতা: আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় (RG Kar Doctor Death) গোটা দেশ উত্তাল। ঘটনার প্রতিবাদে পথে নেমেছে চিকিৎসক-আইনজীবী, অভিনেতা-অভিনেত্রী থেকে সঙ্গীতশিল্পী সহ সাধারণ মানুষরা। এই ঘটনার পরই কর্মস্থলে মহিলাদের নিরাপত্তায় জোর দিতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা রাজ্য সরকারের। রাতের কর্মস্থলে মহিলাদের অব্যাহতি দেওয়ার কথাও বলা হয়েছে। এবার এই নিয়েই প্রশ্ন তুললেন মীর আফসার আলি (Mir Afsar Ali)। মীরের উপলব্ধি, শাসনব্যবস্থা নড়বড়ে হয়ে গেলে শাসকের থেকে সমাজের কাছে এমন বার্তাই আসে।
আরও পড়ুন: ধর্ষণের হুমকি মিমিকে! সোশ্যাল মিডিয়ায় তোলপাড়
রাজ্য সরকারের তরফে রাতের কর্মস্থলে মহিলাদের অব্যাহতি দেওয়ার কথাও বলা হয়েছে। নাইট ডিউটি নিয়ে রাজ্য সরকারের এই বক্তব্যের পরেই নতুন করে চর্চা শুরু। সেলেব থেকে সাধারণ মানুষ এ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের সকলের দাবি রাতেও মেয়েদের অধিকার রয়েছে। এবার এনিয়ে প্রশ্ন তুললেন মীর আফসার আলি। মীরের প্রশ্ন মহিলা নার্সের বদলে পুরুষ নার্স এলে রোগীরা কতটা নিরাপদ?তাঁর বক্তব্য, ধরুন, রাতের ডিউটি নারীদের জন্য আর আবশ্যিক থাকছে না এবং আরজি কর-কাণ্ডের পর প্রত্যেক মেয়েই চাইবেন যাতে সুরক্ষিত অবস্থায় বাড়ি ফিরতে পারেন। তাঁদের বাড়ি থেকেও হয়তো বলবে, রাতের ডিউটি না করাই মঙ্গল। মীরের আশঙ্কা, মহিলা নার্স রাতে কাজ না করলে তাঁদের জায়গায় পুরুষ নার্স আসবেন। তা হলে কী এবার পুরুষ নার্সের লালসার শিকার রোগীরা? তিনি আরও সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত সব পক্ষকে পথে নামতে হবে। আন্দোলন চালিয়ে যেতে হবে।
অন্য খবর দেখুন