দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট (Balurghat) জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে (Super Speciality Hospital) চিকিৎসাধীন অবস্থায় উধাও রোগী। গত আটদিন ধরে নিখোঁজ (Missing)। রবিবার শতাধিক আদিবাসী বিক্ষোভ দেখায় হাসপাতালে। এমনকি বাঁশ নিয়ে ভেতরে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার বিশাল পুলিস বাহিনী। আসে থানার আইসি শান্তিনাথ পাঁজা, ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা সহ উচ্চপদস্থ কর্তারা।
পুলিস সূত্রে খবর, ওই নিখোঁজ ব্যক্তির নাম সুনীল ওঁরাও। বাড়ি বালুরঘাট ব্লকের মালঞ্চা এলাকায়। শারীরিক দুর্বলতাজনিত অসুস্থতায় ভর্তি করা হয়। গত ৬ তারিখে মধ্যরাত থেকে নিখোঁজ ওই ব্যক্তি। এরপর আর খোঁজ মেলেনি।পরিবারের অভিযোগ, রাত দুটোর সময় একজন রোগী কিভাবে নিখোঁজ হল। এমনকি হাসপাতালের তরফে জানানো হয় সকালে নিখোঁজ হয়েছে। এনিয়ে হাসপাতালের নিরাপত্তা রক্ষী, নার্স সহ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে ব্যাপক ভাঙচুর চলে। বালুরঘাট থানার উচ্চপদস্থ অফিসাররা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল চার জন
আরও খবর দেখুন