
পশ্চিম মেদিনীপুর: এক রোগী (Patient) নিখোঁজকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ঘটনায় পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ঘাটাল মহকুমা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে বিক্ষোভ দেখালেন রোগীর পরিজনেরা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার শারীরিক অসুস্থতা নিয়ে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় দাসপুর থানার সুপা এলাকার রনজিৎ সামন্ত নামে এক বৃদ্ধ। হাসপাতালে চিকিৎসা চলাকালীন গতকাল রাতে হঠাৎ দেখা যায় তিনি হাসপাতালের বেডে নেই। সঙ্গে ছিলেন তাঁর ছেলে সহ পরিজনেরা। রাতে রোগীকে না দেখতে পেয়ে হাসপাতালের পাশাপাশি আশেপাশের জায়গায় খোঁজ করলেও মেলেনি। এরপর সকালে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান রোগীর ছেলে। তারপর ঘাটাল থানার দ্বারস্থ হয় তাঁরা। পরিজনদের দাবি, থানায় গেলে ২৪ ঘন্টা পরে ডায়েরি করার কথা বলা হয় পুলিশের তরফে। উপায় কিছু না দেখে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখায় রোগীর পরিজনেরা। তাঁদের অভিযোগ, হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলার পরও সুরাহা হয়নি। হাসপাতাল সুপার জানান, বিষয়টি ঘটেছে তিনি জানেন। রোগীর পরিজন সঙ্গে থাকা অবস্থায় এই ঘটনা ঘটেছে। বিষয়টি থানায় জানানো হয়েছে।
আরও পড়ুন: শেখ হাসিনাকে নিয়ে বিদেশমন্ত্রীর সঙ্গে কথা ব্রিটেনের বিদেশ সচিবের
আরও খবর দেখুন