কলকাতা: দুর্গা পুজোতে মুক্তি পাচ্ছে মিঠুন চক্রবর্তী (Mithun Chakrabort), দেবশ্রী রায় (Debashree Roy), সোহম চক্রবর্তী অভিনীত ছবি শাস্ত্রী (Shastri)। ১৬ বছর পর পর্দায় ফিরছেন মিঠুন-দেবশ্রীর জুটি। সোমবার সাউথ সিটি মলের একটি অভিজাত কাফেতে হয়ে গেল শাস্ত্রী ছবির ট্রেলার লঞ্চ (Shastri Trailer)। উপস্থিত ছিলেন ছবির প্রযোজক তথা অভিনেতা সোহম, দেবশ্রী রায় শাশ্বত চট্টোপাধ্যায় ও রজতাভ দত্ত ও ছবির পরিচালক পথিকৃৎ বসু। ১৬ বছর পর সেই জুটিকেই দেখা যাবে শাস্ত্রী ছবিতে। যার ট্রেলার সামনে আসতেই দেখা গেল মিঠুন-দেবশ্রীর সেই পুরনো রসায়ন। জ্যোতিষ শাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞানের এক অদ্ভুত দ্বন্দ্ব ও ম্যাজিকের মিশেল এই শাস্ত্রী ছবিটি। পুজোতে যা দর্শকের মন জয় করবে বলে জানালেন ছবির কলাকুশলীরা। বহুদিন পরে পুরনো মেজাজে ধরা দিলেন মিঠুন চক্রবর্তী।
পুজোর সময় প্রেক্ষাগৃহ কাঁপাতে আসছে মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় ও সোহম, শাশ্বত, রজতাভ অভিনীত ছবি শাস্ত্রী। তার আগে সাউথ সিটি মলে একটি অভিজাত কাফেতে ছবির ট্রেলার লঞ্চ হল। উপস্থিত ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী, দেবশ্রী রায়, শ্বাশত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত ও ছবির পরিচালক পথিকৃৎ বসু। অভিনেতা সোহম নিজে ছবিতে প্রযোজনার পাশাপাশি অভিনয় করেছেন তিনি জানান অনেকদিন পর পুজোতে একটি ভালো ছবি উপহার পেতে চলেছে শহরবাসী। লেখিকা দেবারতি চট্টোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে তৈরি হয়েছে শাস্ত্রী চলচ্চিত্রের চিত্রনাট্য। জ্যোতিষ শাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞানের এক অদ্ভুত দ্বন্দ্ব ও ম্যাজিকের মিশেল এই শাস্ত্রী ছবিটি। ছবির মিউজিক করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, দেবশ্রী রায়, রজতাভ দত্ত প্রত্যেকেই এই ছবিতে তাদের অভিনয়ের অভিজ্ঞতা সংবাদমাধ্যমের সঙ্গে শেয়ার করেন।
View this post on Instagram
আরও পড়ুন: স্টানিং আউটফিটে সামান্থা
শাস্ত্রী ছবির পরিচালক পথিকৃৎ বসু জানান, মিঠুন চক্রবর্তীকে ঘিরেই ছবির গল্প আবর্তিত হয়েছে এবং সেখানে বিভিন্ন সময় নামি অভিনেতা অভিনেত্রীরা ঘুরে ফিরে এসেছেন। বহু বছর পর মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায় জুটিকে ফের একবার পর্দায় দেখা যাবে বলে জানিয়েছেন তিনি। শাস্ত্রী ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তারকার ভিড় ছিল চোখে পড়ার মতো। দুর্গা পুজোতে মিঠুন চক্রবর্তী অভিনীত শাস্ত্রী ছবি দর্শকদের কাছে আলাদা প্রাপ্তি বলেই বিশ্বাসী ছবি প্রত্যেকে। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে শুভঙ্কর মন্ডল কলকাতা টিভি।
অন্য খবর দেখুন