কলকাতা: আরজি করে (RG Kar Hospital) তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার মুখ খুললেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তিনি জানিয়েছেন, বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না। নির্যাতিতার পরিবারের প্রতি সমবেদনা জানাই। যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত তাঁদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক।
আরজিকর কাণ্ডে প্রতিবাদ ও বিচারের দাবিতে ঝড় উঠেছে সর্বত্র। কলকাতা, দেশের বিভিন্ন শহর ছাড়িয়ে বিদেশেও এটা নিয়ে প্রতিবাদ হয়েছে। কলকাতায় মিছিলেন অভিনেতাদের অনেককেই দেখা গেলেও দেখা যায়নি মিঠুনকে। এবার তিনি এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানালেন। আরজি কর কাণ্ডে ব্যথিত হরভজন সিং খোলা চিঠি দেন। চিঠি লেখা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার, সিবিআই এবং দেশের জনগণের উদ্দেশে। প্রাক্তন ভারতীয় স্পিনার লেখেন, কলকাতার মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের নারকীয় ধর্ষণের ঘটনায় অত্যন্ত দুঃখ এবং আক্রোশের সঙ্গে এই চিঠি লিখছি। বিবেক কাঁপিয়ে দেওয়া এই অকথ্য হিংসা শুধুমাত্র একজন ব্যক্তির প্রতি হামলা নয়, বরং সমাজের প্রতিটি নারীর সম্মান এবং সুরক্ষার প্রতি আঘাত।
আরও পড়ুন: আরজি করে ভাঙচুরের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার মোট ৩৭
আরও খবর দেখুন