রাঁচি: ঝাড়খণ্ডে( jharkhand) শিয়রে বিধানসভা ভোট। সেই ভোটে হাওয়া গরম করতে রবিবাসরীয় প্রচার সেরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ইস্তেহার সংলল্প পত্র প্রকাশ করে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
সেই সঙ্গে ঝাড়খণ্ডের মানুষ সোরেন নেতৃত্বাধীন সরকারের অধীনে যে কত অসহায়তায় রয়েছেন তা বুঝিয়ে দিতে কসুর করেননি। স্বরাষ্ট্রমন্ত্রী আগামী দিনে ঝাড়খণ্ডে কে শাসনভার নেবে, তা নিয়ে রাজ্যের মানুষকে বিবেচনার আহ্বান জানিয়েছেন। আজ ঝাড়খণ্ডে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । দুটি র্যালি করবেন তিনি।
আরও পড়ুন:বোমাতঙ্কের মাঝে এবার এয়ার ইন্ডিয়া বিমানে মিলল কার্তুজ! দিল্লিতে চাঞ্চল্য
প্রধানমন্ত্রী রাঁচিতে আসবেন সেখান থেকে চাইবাসা আসবেন, দুপুর আড়াইটে নাগাদ জনসভায় ভাষণ দেবেন তিনি। অপর জনসভাটি হবে গাড়োয়াতে। এক উর্ধতন বিজেপি নেতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরের নির্ধারিত সূচি অনুযায়ী তিনি বিহারের গয়া বিমানবন্দরে নামবেন বেলা ১১টা নাগাদ। সেখান চপারে তিনি গাড়োয়াতে আসবেন। এই জনসভা শেষে প্রধানমন্ত্রী চাইবাসা আসবেন, দুপুর আড়াইটে নাগাদ সেখানে তিনি তাঁর পরবর্তী জনসভা করবেন।
গত সপ্তাহে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী, ঝাড়খণ্ডের বিজেপির নির্বাচনী ইনচার্জও শিবরাজ সিং চৌহান জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর সফরের জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে।
দুটি ধাপে ঝাড়খণ্ডে ভোট হবে। প্রথম নির্বাচনটি হবে ১৩ নভেম্বর ও আর দ্বিতীয় ভোটটি হবে ২০ নভেম্বর। গণণা ২৩ নভেম্বর।
দেখুন অন্য খবর: