কলকাতা: বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের (Interim Government) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস (Md Yunus) প্রথম বিদেশ সফর করছেন থাইল্যান্ডে। আগামী ৩ সেপ্টেম্বর বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি ব্যাঙ্ককে যাচ্ছেন বলে বুধবার বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দেখা হতে পারে। ইতিমধ্যে সম্প্রতি থাইল্যান্ডে নিযুক্ত বাংলেদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুর্শেদ কাজিকে জরুরি ভিত্তিতে ব্যাঙ্ককে পাঠানো হয়েছে।
আগামী ২-৪ সেপ্টেম্বরে ওই সম্মেলন হবে। ওই সম্মেলনে ভারত সহ জোটের সব সদস্যদের যোগ দেওয়ার কথা। মুহাম্মদ ইউনুস সফর সেরে ৫ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরবেন।
আরও পড়ুন: শিয়ালদার কাছে ভাড়া বাড়ি থেকে শুরু আরজি কর হাসপাতালের যাত্রা
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের জেরে গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তারপর সেখানে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর শেখ হাসিনা সহ তাঁর সরকারের আমলে থাকা মন্ত্রী, তাঁর দলের নেতাদের নামে একের পর এক মামলা হয়েছে বাংলাদেশে। ফলে বিচার প্রক্রিয়ার আওতায় আনার জন্য বাংলাদেশ শেখ হাসিনাকে ভারতের কাছে প্রত্যর্পণের আর্জি জানাতে পারে। এই সম্মেলনের মধ্যেই কি তা নিয়ে মোদি ইউনুসের কথা হবে, তা জানতে মুখিয়ে আন্তর্জাতিক মহল।
আরও খবর দেখুন