Tuesday, July 8, 2025
HomeScrollটি-টোয়েন্টি বিশ্বকাপে কি খেলবেন মহম্মদ শামি?

টি-টোয়েন্টি বিশ্বকাপে কি খেলবেন মহম্মদ শামি?

Follow Us :

নয়াদিল্লি: অর্জুন পুরস্কারে ভূষিত হলেন মহম্মদ শামি। অর্জুন সম্মানে সম্মানিত হয়ে স্বভাবতই উচ্ছ্বসিত তিনি। একইসঙ্গে জানালেন কবে থেকে তিনি প্রত্যাবর্তন করতে চলেছেন সবুজ গালিচায়? শামির কামব্যাকের দিকে তাকিয়ে ক্রিকেট অনুরাগীরা।

মহম্মদ শামি বলেন, ‘অর্জুন পুরস্কার আমার ক্রিকেটীয় কেরিয়ারের শ্রেষ্ঠ উপহার। আমি আমার অনুভূতি বলে বোঝাতে পারছি না। আমার পরিবারের কাছে আমি কৃতজ্ঞ। আমরোহা থেকে ভারতীয় দলের যাত্রা সুগম হত না পরিবার পাশে না থাকলে।’

২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। সেই সিরিজে কি প্রত্যাবর্তন করতে চলেছেন শামি? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি দ্রুত ফিট হওয়ার চেষ্টা করছি। যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে চাইব। টেস্ট হচ্ছে ক্রিকেটের সর্ববৃহৎ ফরম্যাট। তাই ফিটনেস নিয়ে কোনওরকম সংশয় রাখা যাবে না।’

আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে কি তাঁকে দেখা যাবে? শামি বলেন, ‘টি-টোয়েন্ট ক্রিকেট  আসলে আমি নিজে বিভ্রান্ত হয়ে যাই। বিশ্বকাপের আগে আইপিএল আছে। সেখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। এরপর ভারতীয় টিম ম্যানেজমেন্ট যদি বিশ্বকাপ খেলতে বলে, তাহলে অবশ্যই সেখানেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

অন্য খবর দেখতে ক্লিক করুন:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39