কলকাতা: আন্তর্জাতিক ফুটবলের বিরতি কাটিয়ে আজ শনিবার ফিরছে ক্লাব ফুটবল। এদিন সন্ধে সাড়ে সাতটায় যুবভারতী ক্রীড়াঙ্গনে জামেশদপুরের মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। আগের ম্যাচে ড্র করে শীর্ষে ওঠা হয়নি। এখনও এক নম্বরে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে আজ ঘরের মাঠে তিন পয়েন্ট চাই হোসে মোলিনার (Jose Molina) দলের। বাগান শিবির খানিকটা অস্বস্তিতে আছে কারণ মাঝমাঠের সেরা অস্ত্র গ্রেগ স্টুয়ার্ট (Greg Stewart) এখনও ম্যাচ ফিট নন। তাঁর অনুপস্থিতি খেলায় অনেকটা ছাপ ফেলে তা আগের ম্যাচেই দেখা গিয়েছে। স্টুয়ার্টের জায়গায় খেলানো হয়েছিল দিমিত্রি পেত্রাতসকে, কিন্তু তিনি ঠিক ন্যাচরাল ১০ নম্বর নন। তবু জামশেদপুরের বিরুদ্ধে ওই পোজিশনে আজ দিমিই মোলিনার ভরসা।
আরও পড়ুন: যশস্বী-রাহুল জুটিতে তছনছ একের পর এক রেকর্ড
নিয়মিত রাইট ব্যাক আশিস রাইও আজ চোটের কারণে নেই। তরুণ বঙ্গ ডিফেন্ডার দীপ্পেন্দু বিশ্বাস সুযোগ পেতে পারেন। আবার ফর্মেশন বদলাতেও পারেন বাগান কোচ। তবে ম্যাচের আগের দিন মোলিনা বলেছেন, “এই মুহূর্তে দল তৈরি। কোনও বিশেষ কিছু নিয়ে কাজ করার নেই। কী করতে হবে, কীভাবে রক্ষণ আক্রমণ করতে হবে তা খেলোয়াড়েরা জানে। আমরা লাইন আপে অবশ্যই বদল আনতে পারি তবে আমি আত্মবিশ্বাসী যে যারা নামবে তারা জানে কী করতে হবে।” মোহনবাগান এবং জামশেদপুর আইএসএলে আটবার মুখোমুখি হয়েছে। চারবার জিতেছে কলকাতার ক্লাব, তিনবার জামশেদপুর এবং একবার ড্র হয়েছে। হেড টু হেড পরিসংখ্যান কাছাকাছি হলেও সম্প্রতি খারাপ ফর্মে রয়েছে জামশেদপুর। সে কথা স্বীকারও করেছেন তাদের সহকারী কোচ স্টিভেন ডায়াস।
দেখুন আরও খবর: