কলকাতা: কয়লা মামলায় ( Coal Scam Case) অস্বস্তি বাড়ল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের (Moloy Ghatak )। দিল্লি হাইকোর্টে (Delhi High Court) খারিজ মলয় ঘটকের আবেদন। ইডি’র মামলা এবং সমন খারিজের আর্জি জানিয়েছিলেন মন্ত্রী। তবে আদালত মলয় ঘটকের আবেদন খারিজ (Appeal Rejected ) করে দেয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেয় দিল্লিতে নয়, কলকাতায় তাঁকে জেরা করতে হবে। তিনি অভিযুক্ত না সাক্ষী, সেটাই তাঁর জানা নেই। তাই কয়লা কেলেঙ্কারির এই মামলায় তাঁর সাংবিধানিক সুরক্ষার প্রশ্ন এখনই উঠছে না। বলেছেন বিচারপতি স্বর্ণকান্ত শর্মা।
উল্লেখ্য, তাকে ১৩ বার সমান পাঠানো হয়। এগারো বার তিনি এড়িয়ে গিয়েছেন। মার্চ মাসে তাঁকে দিল্লিতে আসার জন্য সময় পাঠানো হয়। তার ব্যক্তিগত সচিবকেও। কিন্তু তাঁরা দুজনেই তা এড়িয়ে গিয়েছেন। তাঁর বিরুদ্ধে যেন কোন কঠোর পদক্ষেপ না করা হয়। বারংবার সমন যেন না পাঠানো হয়। এই দুই আবেদনও খারিজ হয়েছে। তবে অন্তত ২৪ ঘণ্টা আগে নোটিশ দিয়ে তাঁকে কলকাতায় জেরার জন্য ডাকা যাবে।
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে যাত্রী বোঝাই পিক-আপ ভ্যান, মৃত শিশু-সহ ৮
অন্যদিকে কলকাতা পুলিশ কমিশনার এবং মুখ্য সচিবকে বলা হয়েছে, ইডি’র অফিসাররা জেরা করতে গিয়ে যেন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন না হন। এজন্য দিতে হবে পর্যাপ্ত পুলিশে নিরাপত্তা।
আরও অন্য খবর দেখুন