কলকাতা: মনামী ঘোষ (Monami Ghosh) বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত একটি নাম। মনামীকে গ্ল্যামারেশ লুক বরাবরই মুগ্ধ করেছে নেটিজেনদের। হট অ্যান্ড বোল্ড লুকের ফটোশ্যুটে মাত দেন অভিনেত্রী। ৪০ ছুঁই ছুঁই মনামীর গ্ল্যামারে সকলের চোখ আটকায়। পুজোর আগেই তাঁর নতুন লুকে বাজিমাত করলেন অভিনেত্রী। মনামী ঘোষ যে ইয়ং প্রজন্মের স্টাইল আইকন সে কথা বলার অবকাশই রাখে না।
আরও পড়ুন: ‘উৎসবে ফিরব না’ তা হলে কেন ছবির প্রচার করছেন, প্রশ্ন কুণালের
টলিপাড়ার স্টাইল আইকন মনামী ঘোষ। পারফেক্ট সাজে সবসময় ক্যামেরার সামনে পোজ দেন অভিনেত্রী। পুজোর আগেই হয়ে উঠলেন নীলাম্বরী। সম্প্রতি মনামীকে দেখা গিয়েছে নীল রঙের হ্যান্ডলুম শাড়িতে। সঙ্গে মানান সই সাদা ব্লাউজ। ছবিতে দেখা গিয়েছে রোদ ঝলমলে দিনে খোলা আকাশের নীচে চোখে সানগ্লাস পড়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। পিচের রাস্তা, নীল শাড়ি পরে ক্যামেরাবন্দি অভিনেত্রী। সূতির এই শাড়ির সঙ্গে মানানসই সাদা ফুলস্লিভ ব্লাউজ। সঙ্গে দুই কানে রয়েছে ঝুমকো।মনামীর জুটের ব্যাগটি বেশ স্টাইলিশ। তাকে কম্প্লিমেন্ট করছে চোখের সানগ্লাস ও ঠোঁটের ভাইব্রেন্ট লাল লিপস্টিক। ছবির ক্যাপশনে অভিনেত্রীর বার্তা, ‘মনের উড়ান’।
অন্য খবর দেখুন