কলকাতা: সুইমিংপুলে মোনোকিনিতে মনামী (Monami Ghosh) । সোশ্যাল মিডিয়ায় আলাদাই জনপ্রিয়তা রয়েছে মনামীর। সেখানে ফটোশুটের ছবি, রিল ভিডিও শেয়ার করে থাকেন তিনি। উষ্ণ দুপুরে পুলের জলে মোনোকিনিতে দাপিয়ে বেড়ালেন অভিনেত্রী। নির্মেদ ফিগারে পুরুষদের ঘুম ওড়ালেন মনামী।
৪৯টা বসন্ত পার করেছেন মনামী। কিন্তু তাঁর স্টাইল স্টেটমেন্ট অন্যদের থেকে একেবারে আলাদা। ছোটও বড় দুই পর্দায় দক্ষতার সঙ্গে অভিনয় করে চলেছেন মনামী। অভিনয় এবং নাচ, টলিপাড়ার সুন্দরী অভিনেত্রী মনামী ঘোষের (Monami Ghosh) দক্ষতা রয়েছে দুদিকেই। স্যোশাল মিডিয়াতে বরাবরই অ্যাক্টিভ মনামী। ফটোশুটের ছবি, রিল ভিডিও শেয়ার করে থাকেন তিনি। এবার পুলে সবুজ মনোকিনি পড়া ছবি শেয়ার করে পুরুষদের ঘাম ঝারালেন মনামী। তাঁর নির্মেদ ফিগারে যেকোনো পোশাকেই মানিয়ে যায়। ইন্ডিয়ান থেকে ওয়েস্টা সব পোশাকেই মোহময়ী। ছবি পোস্ট করেছেন তাতে দেখা গিয়েছে, অভিনেত্রী সবুজ রঙের মনোকিনি পরে পুলের জলে শরীর ভাসিয়েছেন মনামী। চুল উঁচু করে বাঁধা, চোখে সানগ্লাস। পুলে মনামীকে বোল্ড পোজ দিয়েছে। অভিনেত্রীর এই পোজে পুরুষদের হার্টবিট কয়েকগুন বাড়িয়ে দিয়েছে। রীতিমতো আগুন ঝারানো ছবি।
আরও পড়ুন: প্রথম দেখার দিনেই আইনি বিয়ে সারলেন সোনাক্ষী-জাহির
View this post on Instagram
সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। একা একাই ঘুরে বেড়ান দেশ বিদেশ। সম্প্রতি প্রেমিক সৈকত বারুইয়ের সঙ্গে জাপানও ঘুরতে গিয়েছিলেন। একাধিক ছবি-ভিডিও পোস্ট করেছেন তিনি। দুর্ঘটনার মুখেও পড়তে হয়েছিল অভিনেত্রীকে। তাঁর হাতে ও পায়ে চোটও লাগে। সুস্থ হয়ে ফের স্বমহিমায় মনামী।
অন্য খবর দেখুন