কলকাতা: বরাবরই ফ্যাশন সচেতন মনামী ঘোষ। নিজের ফ্যাশনের ঝলক নিয়ে সবসময় খবরের শিরোনামে থাকেন তিনি। তবে এবার নিজেকে তিনি মেলে ধরলেন অন্য রুপে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত ‘পদাতিক’ ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করেন। আর সেই ব্যাপারকে সম্মান রেখে এবার মনামি ঘোষ তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে মৃণাল সেনের দেওয়া ছবি নিজের শাড়ির আঁচলে নেন… দেখুন সেই ছবি
View this post on Instagram
গতবছরের স্বাধীনতা দিবসের দিন মুক্তি পায় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত ‘পদাতিক’ ছবি। ছবিটি বক্স অফিসে হিট না করলেও, পরবর্তী ক্ষেত্রে ওটিটি প্ল্যাটফর্মে সেই ছবি রিলিজ হলে মানুষের ব্যাপক ভালোবাসা পায় ছবিটি। এমনকি বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে সেই ছবি প্রকাশ পায়। তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি প্রকাশ পেলে সেখানে দেখা যায় মনামি ঘোষ মৃণাল সেনকে সম্মান প্রদান করার জন্য শাড়ীর আঁচলে মৃণাল সেনের ছবি। আর যা দেখে মনামীর ভক্তরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ।
আরও পড়ুন: কার সাদা শার্টে চুমু দিলেন শুভশ্রী
দেখুন অন্য খবর