মুম্বই: মুম্বইয়ে (Mumbai) ভয়ঙ্কর বাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িকে ধাক্কা বাসের। ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে আহত ৪৯ জন। মঙ্গলবার পুলিশ হতা-হতের সংখ্যা নিশ্চিত করেছেন।
সোমবার গভীর রাতে বাসটি আন্ধেরির (Andheri) দিক দিয়ে যাচ্ছিল, দুর্ঘটনাটি ঘটে এসজি বার্ভে মার্গে। বাসটি মুম্বইয়ে কুরলা এলাকায় ৩০ থেকে ৪০ টি গাড়িকের ধাক্কা মেরে ফুটপাথে উঠে যায়। সেখানে গিয়ে একটি আবাসনের মূল দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু ও ৪৯ জনের আহত থাকার খবর পাওয়া গেছে। তবে হতা-হতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন: রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে রাজভবনে মমতা
নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মহারাষ্ট্রের মহাযুতি সরকারের।
মহারাষ্ট্র সরকারের অধীনস্থ স্বায়ত্তশাসিত সংস্থা বৃহন্মুম্বই ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট আন্ডারটেকিং (বেস্ট)-এর বাস ছিল সেটি। যাত্রীদের নিয়ে কুরলা স্টেশন থেকে আন্ধেরির উদ্দেশে যাচ্ছিল ওই বাস।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি প্রচণ্ড গতিতে আসছিল, সামনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি যানবাহনকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়। পরে বুদ্ধ কলোনির একটি আবাসনের সামনে এসে থেমে যায়।
এই দুর্ঘটনার কারণে মুম্বাই পুলিশ যান চলাচলের জন্য কুর্লা স্টেশনের সঙ্গে সংযোগকারী এসজি বারভে মার্গ বন্ধ করে দিয়েছে। বেস্ট কুর্লা স্টেশনে যাওয়ার পরিবর্তে অন্যান্য কাছাকাছি জায়গা থেকে ১০টি রুটে বাস চালানো হচ্ছে। কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বাস চালক সঞ্জয় মোরেকে গ্রেফতার করা হয়েছে। চালক মত্ত অবস্থায় ছিলেন কিনা খতিয়ে দেখা হচ্ছে। চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছে।
দেখুন অন্য খবর: