নয়াদিল্লি: হিন্দুদের উপর অত্যাচার বন্ধে মিছিল করায় বাংলাদেশে (Bangladesh) গ্রেফতার (Arrest) করা হল এক সন্ন্যাসীকে (Monk)। ঘটনায় তীব্র আলোড়ন পড়েছে। সোমবার ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময় প্রভু নামে ওই সন্ন্যাসীকে গ্রেফতার করে। ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন হিন্দুরা। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। সূত্রের দাবি, গেরুয়া পতাকা তুলে ধরায় ওই সন্ন্যাসীর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করা হয়েছে। বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতার প্রতিবাদে গত শুক্রবার হিংসা কবলিত রংপুরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য পেশ করেন চিন্ময় প্রভু। উল্লেখ্য, গত ৫ অগাস্ট ছাত্র-জনতার বিক্ষোভ আন্দোলনের জেরে ভারতে চলে আসেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তারপর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেখানকার সংখ্যালঘু হিন্দুদের মন্দির, বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয় বলে অভিযোগ। উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, বাংলাদেশের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তিনি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও ইসকন সংগঠক। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। তবে কী কারণে গ্রেফতার করা হয়েছে তা নিয়ে অবশ্য বিস্তারিত কিছু জানাতে চাননি।
সম্প্রতি হিন্দু সংগঠনগুলো আট দফা দাবিতে বাংলাদেশে বিশাল সমাবেশ করে। সংখ্যালঘুদের উপর নিপীড়ন বন্ধে বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘু সুরক্ষা সংক্রান্ত আইন আনা এবং সংখ্যালঘুদের জন্য মন্ত্রক প্রতিষ্ঠার দাবি জানানো হয় ওই সমাবেশ থেকে। এর আগে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে।
আরও পড়ুন: রাশিয়ায় তেলের ডিপো ও মিসাইল তৈরির প্লান্টে ড্রোন হামলা ইউক্রেনের
দেখুন অন্য খবর: