কলকাতা: ক্যালেন্ডারের পাতা বলছে জুন মাসের ১৮ তারিখ। জুনের দ্বিতীয় সপ্তাহ চললছে দক্ষিণবঙ্গে বর্ষার (Monsoon in South Bengal) দেখা নেই। তীব্র অস্বস্তিকর গরমে পুড়ছে মানুষজন। উত্তরবঙ্গে ইসলামপুর পর্যন্ত পৌঁছে আটকে রয়েছে বর্ষা। তবে শীঘ্রই দক্ষিণবঙ্গের সেই আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে বলে জানিয়ে দিল আইএমডি। হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতার দরজায় দাঁড়িয়ে বর্ষা (Monsoon)। বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। মঙ্গলবার প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও। মঙ্গলবার থেকেই মেঘলা আকাশ থাকবে কলকাতায় । তবে গরমের প্রকোপ এখনই কমছে না। উত্তরবঙ্গে ভারী (Heavy Rain North Bengal) থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার আলিপুর হাওয়া অফিস জানাল, বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে। মঙ্গলবার থেকে রাজ্যের কোনও জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকছে না। মৌসুমী বায়ু আগামী তিন চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় প্রবেশ করার সম্ভাবনা। ২৪ ঘন্টা পরে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে অনেক জায়গাতেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
আরও পড়ুন: দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ, বাড়ি ফেরা হল না ছোট্ট স্নেহার!
হাওয়া অফিসের পূ্র্বাভাস, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মঙ্গলবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। জারি করা হয়েছে লাল সতর্কতা। গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে পাঁচটি জেলায় আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সর্বত্রই বৃষ্টিপাত হয়েছে কোথাও হালকা থেকে মাঝারি,কোথাও ভারী থেকে অতি ভারী। আগামী কয়েক দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা পাঁচটি জেলায়। আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং এ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী শনিবার পর্যন্ত এই তিন জেলায় চলতে পারে ভারী বৃষ্টি। দার্জিলিং এবং কালিম্পঙেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
অন্য খবর দেখুন