বলাগড়: শহরের সঙ্গে সঙ্গে গ্রামবাংলায়ও পাল্লা দিয়ে বাড়ছে পুজোতে থিমের বাহার। জেলাতেও একের পর এক চোখ ধাঁধানো থিম। হুগলির জিরাট আদি বারোয়ারির (Jirat Adi Barowari Durga Puja 2024) থিমে মেগা চমক। এবার বলাগড়ে কাতারের মুন টাওয়ারের আদলে তৈরি হচ্ছে পুজো (Durga Puja 2024) মণ্ডপের থিম। ৭৪ তম বর্ষে হুগলি বলাগড়ের জিরাট আদি বারোয়ারি সার্বজনীন দূর্গাপুজো। এবারে তাদের থিম কাতারের মুন টাওয়ার (Moon Tower In Durga Puja)।
এবার কাতারের মুন টাওয়ার-কেই থিম হিসেবে বেছে নিয়েছে পুজো কমিটি। শুধু তাই নয়, দর্শনার্থীদের জন্য একটি বিশেষ পথের ব্যবহারও করা হয়েছে। হুগলি জেলার বলাগড় ব্লকের জিরাট আদি বারোয়ারী সার্বজনীন দুর্গাপুজোর পুজোর মণ্ডপ সেজে উঠছে কাতারের মুন টাওয়ারে।প্যান্ডেলের উচ্চতা প্রায় ৯০ ফুট ও চওড়া ১২০ ফুট।মন্ডপ নির্মাণ করতে খরচ হবে প্রায় সাড়ে ১৯ লক্ষ টাকা। পুজোয় মোট ব্যয় হবে ৩২ লক্ষ টাকা। চার মাস ধরে তৈরি হচ্ছে মণ্ডপ। পুরো মণ্ডপটি তৈরি হচ্ছে, ফাইবার গ্লাসের মাধ্যমে। বিরাট বাজেট নিয়ে ময়দানে নেমেছে এই পুজো উদ্যোক্তারা। এই পুজো উদ্বোধন হবে তৃতীয়ার দিন। দর্শনার্থীদের ভালো সাড়া পাওয়া যাবে এই থিমে, আশাবাদী উদ্যোক্তারা।
আরও পড়ুন: ১২৫ বছরে পদার্পণ পশ্চিম পাড়া বারোয়ারি দূর্গাপুজো
পুজোয় মোট বাজেট ধরা হয়েছে ৩২ লাখ। মণ্ডপের ভেতরে ক্রিস্টাল পাথর দিয়ে তৈরি করা হবে দর্শনার্থীদের যাওয়ার পথ। প্রতিমার অঙ্গসজ্জাতেও ব্যবহার করা হচ্ছে ছোট ছোট পাথর। সাধারণত মর্ত্যে উমা এলে তাঁর ডান দিকে থাকে লক্ষ্মী-গণেশ এবং বাম দিকে থাকে কার্তিক এবং সরস্বতী। কিন্তু, সংশ্লিষ্ট পুজো মণ্ডপে প্রতিমাসজ্জার ক্ষেত্রে তা উলটো। এই পুজোয় থাকছে বিশেষত্ব কারণ দুর্গার ডান দিকে থাকে লক্ষী গণেশ ও বামদিকে থাকে কার্তিক সরস্বতী । আদি বারোয়ারির পুজোয় ডান দিকে থাকে কার্তিক সরস্বতী ও বাম দিকে থাকে লক্ষী গণেশ যা কয়েক বছর ধরে হয়ে আসছে । পুজো উপলক্ষে বসে মেলাও।
দেখুন ভিডিও