skip to content
Friday, January 17, 2025
HomeScrollরাশিয়ার সেনাবাহিনীতে ১৯ ভারতীয়! সামনে এল নতুন তথ্য
Indians in Russian Army

রাশিয়ার সেনাবাহিনীতে ১৯ ভারতীয়! সামনে এল নতুন তথ্য

শুক্রবার লোকসভায় এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং

Follow Us :

দিল্লি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ভারতের অবস্থান নিয়ে অনেক জলঘোলা হয়েছে। এর প্রভাব গিয়ে পড়েছে ভারত ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের উপরেও। আর এবার রাশিয়ার সেনাবাহিনী থেকে ভারতীয়দের মুক্তি দেওয়া হল। শুক্রবার লোকসভায় এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। তিনি জানান, রাশিয়ার সেনাবাহিনীতে নিযুক্ত ভারতীয়দের অধিকাংশকে মুক্তি দেওয়া হয়েছে এবং বর্তমানে মাত্র ১৯ জন ভারতীয় সেখানে কর্মরত রয়েছেন। এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি জানান, রাশিয়ান সেনাবাহিনীতে নিযুক্ত ভারতীয়দের মুক্তি ও প্রত্যাবর্তন নিয়ে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে তথ্য চাওয়া হয়েছিল।

আরও পড়ুন: মধ্যপ্র্যাচের যুদ্ধ থেকে ২০২৫-এ তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে?

সূত্রের খবর, লিখিত প্রশ্নে জানার চেষ্টা করা হয়, এই ভারতীয়রা কি যুদ্ধে নিযুক্ত? ভারত তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতে পারছে? তাঁদের দ্রুত মুক্তি ও প্রত্যাবর্তনের জন্য সরকার কী পদক্ষেপ নিয়েছে? এসবের উত্তরে প্রতিমন্ত্রী সিং জানান, “সরকারের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার ফলে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিযুক্ত অধিকাংশ ভারতীয়কে মুক্তি দেওয়া হয়েছে এবং তাদের অনেককেই দেশে ফিরিয়ে আনা হয়েছে।” তিনি আরও বলেন, বর্তমান তথ্য অনুযায়ী, “রাশিয়ান সশস্ত্র বাহিনীতে বর্তমানে মাত্র ১৯ জন ভারতীয় রয়েছেন।” রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁদের অবস্থান, নিরাপত্তা, সুস্থতা সম্পর্কে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি, প্রতিমন্ত্রী সিং জানান যে, রাশিয়ার সেনাবাহিনীতে নিযুক্ত এই ১৯ ভারতীয়র দ্রুত মুক্তির জন্য ভারত সরকারের তরফে অনুরোধ করা হয়েছে রাশিয়া সরকারের কাছে। তবে এই বিষয়ে পুতিন সরকার এখনও কোনও ইতিবাচক সাড়া দেয়নি বলেই জানা গিয়েছে।

দেখুন আরও খবর:

RELATED ARTICLES

Most Popular