মুম্বই: সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ‘মোস্ট ওয়ান্টেড’ অনমোল ( Anmol Bishnoi ) এই মুহূর্তে আমেরিকায় (America)। এবার তাকে দেশে ফেরাতে মরিয়া মুম্বই পুলিশ (Mumbai Police)। মনে করা হচ্ছে, বিদেশে বসে দাদার হয়ে গ্যাং চালাচ্ছেন অনমোলই (Anmol Bishnoi)। সলমনের (Salman Khan) বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় নতুন করে ভেসে উঠেছে তাঁর নাম। পুলিশ মনে করছে অনমোলকে (Anmol Bishnoi) ধরতে পারলে তদন্তের বিষয়ে অনেক কিছু জানা সম্ভব হবে। সেই থেকেই তাঁকে দেশে ফেরাতে মরিয়া মুম্বই পুলিশ ( Mumbai Police)। অবশেষে তাঁকে ফেরানোর প্রক্রিয়া শুরু হল। সূত্রের দাবি, ইতিমধ্যেই অনমোলকে ( Anmol Bishnoi) ধরতে জারি হয়েছে রেড কর্নার নোটিস।
সূত্রের খবর, শুক্রবার আনমোলের ( Anmol Bishnoi) বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একটি ওয়ারেন্ট ইস্যু ( Warrant) করেছে মহারাষ্ট্রের নিম্ন আদালত। আর সেই ওয়ারেন্টের উপর ভিত্তি করেই আনমোলকে ভারতে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ( Mumbai Police Crime Branch)। মুম্বই পুলিশ ( Mumbai Police) ছাড়াও আনমোলকে ( Anmol Bishnoi) খুঁজছে এনআইএ-ও ( NIA)। ২০২২ সালের দু’টি মামলায় অভিযুক্ত আনমোলকে ( Anmol Bishnoi)ধরিয়ে দিলেই ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে গত মাসেই ঘোষণা করে এনআইএ (NIA)।
আরও পড়ুন : যেমন খুশি গাড়ি বাজেয়াপ্তকরণ মৌলিক অধিকারের পরিপন্থী, রায় আদালতের
শুধুই সলমনের ( Salman উপর হামলা নয়, এনসিপি (অজিত পাওয়ার গোষ্ঠী) নেতা বাবা সিদ্দিকি খুনে নাম জড়িয়েছে বিষ্ণোই গ্যাংয়ের। যদিও তাদের মূল মাথা অর্থাৎ লরেন্স বিষ্ণোই গুজরাতের সবরমতি জেলে বন্দি। পুলিশ জানতে পেরেছে, লরেন্সের অনুপস্থিতিতে গ্যাংয়ের যাবতীয় কাজ দেখছেন আনমোলই। তাই তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজনীয় বলে মনে করছেন তদন্তকারীরা।
অন্য খবর দেখুন