পুজোর সময় মুক্তি পায় আলিয়া ভাট অভিনীত ‘জিগরা’। বক্স অফিসে ঝড় তোলেন বলি অভিনেত্রী আলিয়া। গল্প বলেন এক নারী, একাই একশর।
আরও পড়ুন: প্রকাশ্যে এল চালচিত্র ছবির গান ‘জানি না মানে’
রক্ষাকর্তার ভূমিকায় দেখা যায় আলিয়া ভাটকে। পূজোর সময় বক্স অফিসে ঝড় তোলে আলিয়া অভিনীত জিগরা। এবার তা দর্শকদের জন্য এসে গেল ওটিটি প্লাটফর্মে। তাই যদি না দেখে থাকেন জিগরা, তাহলে দেড়ি না করে ছটফট দেখে নিন এই সিনেমা।
এই ছবি গল্প বলে এক বোনের নিজের জীবন ভাইয়ের উদ্দেশ্যে দিয়ে দেওয়ার। ছবির গল্প এরকম, সত্যভামা আনন্দ (আলিয়া) তার ভাই অঙ্কুর আনন্দকে (বেদাঙ্গ রায়না) মানুষ করতেই পুরো জীবন দিয়ে দিয়েছে। এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে মানুষ হয়েছে দুজনেই। সেই আত্মিয়র ছেলেকে বাঁচাতে গিয়েই বিদেশে জেলে বন্দী হয় আঙ্কুর। মাদক পাচারের অভিযোগে তার মৃত্যুদণ্ড হয়। এবার সত্য কীভাবে জেল থেকে তাকে উদ্ধার করে, তাই নিয়েই ছবি।
দেখুন অন্য খবর