কলকাতা: তথ্য প্রমাণের অভাবে নির্মল মাঝিকে নিঃশর্ত মুক্তি দিল বিধাননগর এমপি এমএলএ আদালত (Bidhannagar MP MLA Court)। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের (West Bengal Medical Council) চেয়ারম্যান থাকাকালীন চিকিৎসক নির্মল মাঝির (Dr Nirmal Maji) বিরুদ্ধে মানি লন্ডারিং এবং জালিয়াতি ও সরকারি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল। অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ৪০৯ এবং ৪৩৪ ধারায় মামলা হয় বিধাননগর এমপি এমএলএ আদালতে। ফৌজদারী মামলাটি ২০১৮ সালে নির্মল মাঝির বিরুদ্ধে দায়ের করা হয়েছিল। রাজনৈতিক প্রভাব এবং তার মেডিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান পদ ব্যবহার করে ব্যক্তিগত উদ্দেশ্যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পাবলিক ফান্ড ব্যবহার করার জন্য মামলা করেন চিকিৎসক কুনাল সাহা।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী সফরের মধ্যেই পাহাড়ে ১২ ঘণ্টা বনধের ডাক চা শ্রমিকদের
নির্মল মাঝির বিরুদ্ধে করা সেই মামলার আজ সোমবার রায় দান ছিল এমপিএমএলএ বিশেষ আদালতে। এই মামলায় পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে প্রাক্তন মেডিক্যাল কাউন্সিল চেয়ারম্যান নির্মল মাঝিকে মুক্তি দিলেন বিচারক দেবদত্ত রায় শর্মা। অভিযোগকারী ডাক্তার কুনাল সাহা এই রায় দানে খুশি নন বলে জানান। তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। বিচার পাবেন বলে তিনি আশাবাদী।
অন্য খবর দেখুন