রাঁচি: আবারও শিরোনামে মহেন্দ্র সিং ধোনি। তবে এবারে অক্রিকেটীয় কারণে। দুই প্রাক্তন ব্যবসায়িক সহযোগীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর সঙ্গে ১৫ কোটি টাকার প্রতারণা করা হয়েছে বলে জানানো হয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের তরফ থেকে।
অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থার মিহির দিবাকর এবং সৌম্য বিশ্বাস নামে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ধোনি ২০১৭ সালে সংস্থাটির সঙ্গে চুক্তি সই করেছিলেন। সংস্থাটির বিরুদ্ধে চুক্তিভঙ্গ এবং ১৫ কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগ করেছেন ধোনি। চুক্তি সইয়ের পর দিবাকর কিছু আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ ধোনির। চুক্তি অনুযায়ী ধোনিকে ফ্র্যাঞ্চাইজ়ি ফি এবং লাভের অংশ দেওয়ার কথা ছিল অর্ক স্পোর্টসের। সংস্থাটি সেই চুক্তি মতো টাকা দেয়নি বলে অভিযোগ।
মহেন্দ্র সিং ধোনি অবশ্য প্রথমে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় এই পদক্ষেপ এমএসডি-র। ধোনির সংস্থা ‘বিধি’ অ্যাসোসিয়েটের পক্ষ থেকে জানানো হয়েছে ১৫ কোটি টাকা প্রতারণার শিকার মহেন্দ্র সিং ধোনি। বার বার চুক্তি অনুযায়ী টাকা দেওয়ার কথা বলা হলেও অভিযুক্ত সংস্থাটির থেকে সাড়া পাওয়া যায়নি। তাই তাঁরা আদালতে প্রতারণার মামলা দায়ের করেছেন।
অন্য খবর দেখতে ক্লিক করুন: