ভূবনেশ্বর: পর্যটক থেকে ভক্ত ওড়িশায় অবস্থিত পুরী(Puri) মানুষের অত্যন্ত প্রিয় একটি দর্শনীয় স্থান। সমুদ্রের উপকন্ঠে নির্মিত জগন্নাথ মন্দির (Jagannath Temple) ভক্তকূলের অন্যতম আকর্ষণ। কিন্তু সেই মন্দিরে ফাটল ধরেছে! চিন্তার মেঘ ওড়িশাবাসীর মনে। বহু পুরনো পুরীর জগন্নাথ দেবের এই মন্দির।
সুপ্রাচীন এই মন্দিরটি বেলেপাথরের তৈরি, ১১৬১ খ্রিস্টাব্দ নাগাদ পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করা হয়। এই নিয়ে ঐতিহাসিকদের বিস্তর দ্বন্দ্ব আছে। সেই বিখ্যাত জগন্নাথ মন্দিরে একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। দেওয়ালে শ্যাওলাও জম্মেছে, কাঠামোর ভিতরে জল ঢুকছে। এতে মন্দিরের কাঠামোয় আরও ক্ষতি হতে পারে। ভেঙে পড়তে পারে মেঘনাদ পাচেরি।
আরও পড়ুন:২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসের থিম ‘স্বর্ণিম ভারত, বিরাসত ও বিকাশ
শতাব্দী প্রাচীন মন্দিরের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই ওড়িশা সরকার আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করেছে মন্দিরের সংস্কারের জন্য। জানা গিয়েছে, মূল মন্দিরের ভিতরে আনন্দ বাজার (যেখানে ভগবানকে ভোগ প্রসাদ দেওয়া হয়), সেই জায়গা থেকে মেঘনাদ পাচেরি পর্যন্ত লম্বা ফাটল দেখা গিয়েছে।
ফাটল ও শ্যাওলা দেখা দিতেই মন্দির কর্তৃপক্ষ ওড়িশা সরকারকে বিষয়টি জানিয়েছে। রাজ্য সরকারের তরফেও আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলা হয়েছে।
এই বিষয়ে ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানিয়েছেন, সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এএসআই মন্দির সারাইয়ের প্রস্তুতি নিচ্ছে, তবে কেন ফাটল ধরেছে সেটি জানতে হবে। এএসআই বারণ করা সত্ত্বেও হয়তো কোনও কাজ হয়েছে। তদন্তের পরে বিষয়টি স্পষ্ট হবে। আপাতত মন্দির সংস্কারটি গুরুত্বপূর্ণ।
দেখুন অন্য খবর: