কলকাতা: কালীপুজো (Kali Puja 2023) বা দিওয়ালিতে (Diwali 2023) রাতভর আলর রোশনাইয়ের পাশাপাশি জ্বলেছে বাজি। দেদার বাজি পোড়ানোর জেরে ফের বিষাক্ত দিল্লির বাতাস। শুধুমাত্র রাজধানী নয়, সঙ্গে পাল্লা দিয়েছে দেশের আরও দুই মেট্রো সিটিও। পাশাপাশি, বিশ্বের সর্বাধিক দূষিত ১০ শহরের তালিকায় নাম উঠেছে। স্বাভাবিকভাবেই যা দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পরিবেশবিদদের।
জানা গিয়েছে, সোমবার সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স-র সূচক পৌঁছে গিয়েছে, ৪২০-তে। পাশাপাশি উঠে এসেছে কলকাতা ও মুম্বইয়ের নামও। বিশ্বের প্রথম ১০টি দূষিত শহরের তালিকায় যথাক্রমে চার ও আট নম্বরে রয়েছে এই দুই মেট্রো সিটি।
আরও পড়ুন: ফের মা হচ্ছেন অনুষ্কা! স্পষ্ট ‘বেবি বাম্প’
এদিন সকালে কলকাতার একিউআই’র পরিমাণ ছিল ১৯৬। অন্যদিকে, সূচক ১৬৩’তে পৌঁছেছিল মুম্বইতে। বিশেষজ্ঞদের দাবি, একিউআই’র পরিমাণ শূন্য থেকে ৫০’র মধ্যে থাকাই বাঞ্ছনীয়। এই সূচক ১৫০ থেকে ২০০-তে পৌঁছে গেলেই হৃদপিণ্ড ও ফুসফুসে সমস্যা শুরু হয়। সমস্যা বাড়বে অ্যাজমার রোগীদেরও।
অন্য খবর দেখুন: