বহরমপুর: স্বামীর ঝুলন্ত দেহের পাশে পড়ে স্ত্রী ও পাঁচ বছরের মেয়ের দেহ। রবিবার এই ঘটনায় মুর্শিদাবাদ (Murshidabad) জেলার বহরমপুরে চাঞ্চল্য ছড়াল। কুঞ্জঘাটার ভাড়াবাড়ি থেকে নিথর দেহগুলি উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন দিন আগে ওই ভাড়াবাড়িতে উঠেছিলেন সুজয় মণ্ডল (৩৫), তাঁর স্ত্রী শোভা ঘোষ (২৭), প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে দেহগুলি উদ্ধার করে। খুন, না আত্মহত্যা পুলিশ খতিয়ে দেখছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সুজয় স্ত্রী, মেয়েকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হয়েছেন। প্রাথমিকভাবে উঠে এসেছে দাম্পত্য কলহের কথা। তদন্তকারীদের অনুমান, আর্থিক অনটন, সম্পর্কে জটিলতা থেকে এই ঘটনা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: যতদিন দরকার, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার থাকবে, জানালেন আইন উপদেষ্টা
আরও খবর দেখুন