বহরমপুর: পছন্দের পাত্রকে বিয়ে করতে বাধা পাওয়ায় মুর্শিদাবাদ (Murshidabad) জেলার কান্দিতে তরুণী চিকিৎসকের (Women Doctor) আত্মহত্যার ঘটনার খবর ছড়িয়ে পড়ায় শোরগোল পড়েছে। মৃতার নাম পৌলমী বিজয়পুরী (৩২)। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, অবসাদে আত্মঘাতী হয়েছেন তিনি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। ময়নাতদন্তের (Post Mortem) পর দেহ তুলে দেওয়া হয় তাঁর পরিবারের হাতে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। পরিবারের ঘনিষ্ঠরা জানিয়েছেন, ওই চিকিৎসকের পছন্দের পুরুষের সঙ্গে বিয়ে দিতে রাজি হচ্ছিল না তাঁর পরিবার। সেই নিয়ে শুক্রবার রাতে বাড়িতে বচসা হয়। রাতেই ওই ঘটনা ঘটে। তাঁদের পারিবারিক চিকিৎসকও সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিয়ে নিয়ে অবসাদে ভুগছিলেন ওই ডাক্তার। তিনি বহড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন। শনিবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে ওই ডাক্তারের।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)