কলকাতা: গতকাল অর্থাৎ শুক্রবার রাতে কেষ্টপুর রবীন্দ্রপল্লীর একটি বাড়ি থেকে উদ্ধার হয় এক গৃহবধুর দেহ! তাঁর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকাজুড়ে ছড়ায় চাঞ্চল্য। ঘটনার খবর সামনে আসার পরেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ। এবার ঘটনার চার ঘণ্টার মধ্যেই খুনের কিনারা করল বাগুইআটি থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিহত মহিলার ফেসবুক ফ্রেন্ড কৌশিক সাহাকে। অভিযুক্তকে নাগেরবাজার মুড়াগাছা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: কেষ্টপুরে গৃহবধূর রহস্য মৃত্যু! আটক স্বামী
উল্লেখ্য, মৃত মহিলার নাম অভিষিক্তা দে সাহা। তিনি পেশায় বিউটি পার্লার কর্মী। দেহ প্রথম উদ্ধার করেন অভিষিক্তার স্বামী বুদ্ধদেব সাহা। তিনি এক বেসরকারি সংস্থায় কর্মরত বলে জানা যাচ্ছে। বাড়ি ফিরে ঘরের বাইরের তালা খুলে ভিতরে ঢুকতেই উদ্ধার করেন স্ত্রীর নিথর দেহ। তড়িঘড়ি তিনি খবর দেন বাগুইআটি থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আরজি কর হাসপাতালে। ঘটনার খবর জানতে পেরে, ঘটনাস্থলে উপস্থিত হন বিধাননগর গোয়েন্দা শাখার কর্মকর্তারাও। পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শুরু হয় তদন্ত। মৃতার স্বামীকেও আটক করে চলে জিজ্ঞাসাবাদ। অভিষিক্তার দেহ পাঠানো হয় আরজি কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য।
তবে পুলিশের পক্ষ থেকে জানা যায়, নাগেরবাজার মুড়াগাছা এলাকার বাসিন্দা কৌশিক সাহার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় অভিষিক্তার। পরবর্তী ক্ষেত্রে ওই ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অভিষিক্তা। দীর্ঘ সম্পর্ক থাকার পরে গৃহবধ কিছুদিন পর নিজে থেকেই জানান তিনি বিবাহিত এবং বাচ্চা আছে, তাই আর সম্পর্ক রাখতে পারবেন না। এই খবর সামনে আসার পরেই গতকাল অর্থাৎ শুক্রবার কৌশিক সাহা গৃহবধূর বাড়িতে এসে সকাল নটার সময় খুন করে চলে যায় বলে জানা যাচ্ছে। এই ঘটনা সম্পর্কে পুলিশ জানতে পেরেছেন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। বাগুইআটি থানা পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। আজই তাঁকে কোর্টে পেশ করা হবে বলে জানা যাচ্ছে।
দেখুন অন্য খবর