কলকাতা: নবান্ন অভিযানে ইট এসে লাগে চোখে, ৩৭ বছরেই দৃষ্টিহীন হলেন কলকাতা পুলিশের সার্জেন্ট। নবান্ন অভিযানের (Nabanna Abhijaan) ভয়ংকর অভিজ্ঞতা শোনালেন সেই পুলিশকর্মী দেবাশিস চক্রবর্তী। মঙ্গলবার নবান্ন অভিযানে কড়া পুলিশের প্রহরা। পুলিশের ওপর একাধিক ক্ষেত্রে হামলার ঘটনা ঘটেছে। ইটবৃষ্টসার্জেন্ট পুলিশকে মাটিতে ফেলে মারাও হয়। ওই সময় ডিউটিতে হাওড়ায় ছিলেন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী (Kolkata Police Traffic Sergeant Debashis Chakraborty)। ডিউটি চলাকালীন উড়ে আসা ইটে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে চোখ। ইটের আঘাতে চোখ ফেটে রক্ত বের হচ্ছিল তাঁর। তাঁর চোখে অস্ত্রোপচার হয়। তারপরই চিকিৎসকরা জানিয়ে দেন, দেবাশিসের বাম চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে।
আরও পড়ুন: পুজোর পরেই রাজ্যের কলেজে ছাত্র সংসদ নির্বাচন
আপাতত কলকাতার একটি বেসরকারি চোখের হাসপাতালে চিকিৎসাধীন দেবাশিস চক্রবর্তী। জানা গিয়েছে, দেবাশিষকে চিকিৎসার জন্য পাঠানো হবে হায়দরাবাদে। হতাশাগ্রস্ত গলায় বললেন, ভবিষ্যত কী জানি না, কে জানে এর পর কী হবে। তিনি জানান, পূর্ব বিভাগের সাইবার সেলের ইনচার্জ তিনি। মঙ্গলবার নবান্ন অভিযানে ডিউটি ছিল। স্ট্র্যান্ড রোডের দিকে যাচ্ছিলাম। আচমকা উলটোদিক থেকে আন্দোলনকারীরা ইট ছোড়ে। প্রথম ইট লাগে গাড়ির কাচে। এর পরই সোজা আমার বা চোখে এসে লাগে ইট। রক্ত পড়তে শুরু করে। আচমকা সবটা অন্ধকার হয়ে গেল। আমাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বাঁ চোখে দেখতে পাচ্ছি না।
অন্য খবর দেখুন