কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar Medical College and Hospital) প্রতিবাদে পথে নেমেছে গোটা দেশ। তদন্ত শুরু করেছে সিবিআই। চিকিৎসকদের একাংশ তথা প্রতিবাদীদের তরফ থেকে হাসপাতালে এই দুর্নীতিচক্রের অভিযোগ তোলা হচ্ছিল। তদন্তভার হাতে নেওয়ার পর থেকে সিবিআই সন্দীপ ঘোষকে লাগাতার জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আরজি করের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে বিশেষ সিট গঠনের নির্দেশ দিল নবান্ন। নির্দেশিকায় জানানো হয়েছে, ওই তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন আইপিএস অফিসার প্রণব কুমার।
আরও পড়ুন: আজ আবার সন্দীপ ঘোষকে সিজিওতে তলব
দুর্নীতির তদন্তে সোমবার রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে চার সদস্যের সিট গঠনের কথা জানান হয়েছে। ২০২১ সালের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত আরজি কর মেডিক্যাল (Sit Investigate Financial Irregularities RG Kar Hospital) কলেজে যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তাঁর তদন্তে এবার সিট গঠনের নির্দেশ দিয়েছে রাজ্য। সূত্রের খবর, তদন্তকারী দলের মাথায় থাকছেন রাজ্য পুলিশের আইজি প্রণব কুমার। তাঁর সহকারী হিসাবে কাজ করবেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজা, রাজ্য সিআইডির ডিআইজি সোমা দাস মিত্র এবং কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়। তদন্তের স্বার্থে ওই দল পুলিশের যে কোনও অফিসার, কর্মীর সাহায্য নিতে পারবেন। তদন্ত শুরুরএক মাসের মধ্যে প্রথম রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তদন্তের প্রয়োজনে ওই বিশেষ তদন্তকারী দল সংশ্লিষ্ট হাসপাতালের সব সরকারি দফতরের এবং বেসরকারি এজেন্সির নথিপত্র পরীক্ষা করে দেখতে পারবে।
অন্য খবর দেখুন