নদিয়া: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তাল করিমপুর গ্রামীণ হাসপাতাল (Nadia Karimpur Rural Hospital)। সাপের কামড় দেওয়া মুর্শিদাবাদের বাসিন্দাকে করিমপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।অভিযোগ ওই রোগী শারিরীক অসুস্থতা বোধ করা সত্ত্বেও বিনা চিকিৎসায় তাকে ফেলে রাখা হয়। দুপুর নাগাদ তার মৃত্যু হয়। অভিযোগে উত্তাল করিমপুর গ্রামীণ হাসপাতাল।
আরও পড়ুন: সেচ দফতরের সঙ্গে কথা বলেই জল ছাড়তে হবে, ডিভিসিকে বার্তা মুখ্যসচিবের
জানা গিয়েছে, মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা টুনটুনি খাতুন সাপের কামড়ায়। তাঁকে করিমপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। অভিযোগ ওই রোগী শারিরীক অসুস্থতা বোধ করা সত্ত্বেও বিনা চিকিৎসায় তাকে ফেলে রাখা হয়। দুপুর নাগাদ তার মৃত্যু হয়। এরপরই মৃতের পরিবারের লোকজন হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় করিমপুর থানার পুলিশ। তাদের সামনেই মৃতদেহ আটকে চলে বিক্ষোভ। শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অন্য খবর দেখুন