সাগর: সারা দেশের নজর অযোধ্যার রাম মন্দিরের দিকেই। সোমবার ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তখনই অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে (Ram Mandir Inauguration) আমন্ত্রণ পাওয়ার পরও তা প্রত্যাখ্যান করল সাগরের নাগা সাধুরা (Naga Sadhus)। তাদের দাবি, আমন্ত্রণ পাওয়ার পরেও সাধুকুলের আচার্য গুরুর সম্মান পাননি। এছাড়াও চার মঠের শঙ্করাচার্যের সম্মান নেই, সাধু সম্প্রদায়েরও সম্মান নেই। যেখানে সম্মান নেই সেখানে কোনও নাগা সাধুরাই রাম মন্দির উদ্বোধনে যাবেন না।
গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela) সাধারণত নাগা সাধুরা উপস্থিত থাকেন। পুণ্যস্নানের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে সন্ন্যাসীরা ভিড় জমান সাগরে। আর সেই সাধুসন্তদের হাতে এসে পৌঁছেছে রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র ও অযোধ্যার প্রসাদি চাল। গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পরেও নাগা সাধুরা অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। সেখানের সাধুসন্তদের প্রাপ্য সম্মান দেওয়া হয় না সেই স্থানে তারা যাবেন না। নাগা সাধুরা জানান, এ রাম মন্দির উদ্বোধন কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একাই পুজো করবেন ও একাই উদ্বোধন করবেন। কোনও হিন্দু মহাসভা কে আমন্ত্রণপত্র বার্তা পাঠানো হয়নি। তাই সাগরের নাগা সাধুরা এই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে যাবেন না। পাশাপাশি উদ্বোধনের দিন পাঁচটি করে প্রদীপ প্রজনন করতে হয় তাও তারা প্রদীপ প্রজননের করবেনা বলে জানান।
আরও পড়ুন: চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তৃণমূল কাউন্সিলরদের
২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠা হবে এবং তার সঙ্গেই রাম মন্দিরের উদ্বোধনও হবে। এই উদ্বোধন উপলক্ষে দেশ-বিদেশ থেকে বহু অতিথি এসে পৌঁছবেন অযোধ্যায়। বিভিন্ন ক্ষেত্রে খ্যাতনামা একাধিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই রাম মন্দুর উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের চার শঙ্করাচার্যকেও। রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না পুরীর শঙ্করাচার্য। শুধু তিনিই নন, দেশের ৪ শঙ্করাচার্যই যাচ্ছেন না রাম মন্দিরের উদ্বোধনে। তাঁদের মতে এই উদ্বোধন সনাতন ধর্মের নিয়মের লঙ্ঘন। রামমন্দিরের উদ্বোধনকে ঘিরে বিজেপি তীব্র সমালোচনায় সরব হয়েছেন পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। সরাসরিই তাঁর অভিযোগ, রামমন্দিরকে উপলক্ষ করে ধর্ম নিয়ে প্রধানমন্ত্রীর আচরণ উন্মাদের মতো।
আরও অন্য খবর দেখুন