ব্যারাকপুর: গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে জয়ী হয়েছেন নৈহাটির (Naihati) প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমিক। তিনি ২০১১ সালে বাম জমানার মন্ত্রী রঞ্জিত কুন্ডুকে ২৭৮৩০ ভোটে, ২০১৬ সালে বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়কে ২৮৬২৮ ও ২০২১ সালে বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্রকে ১৮৮৫৫ ভোটে পরাজিত করেছিলেন। এবার নৈহাটি বিধানসভা উপনির্বাচনে বিগত ফলাফলকে ছাপিয়ে ৪৯১৯৩ ভোটে জয়ী হলেন নৈহাটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনৎ দে (Sanat Dey)।
সনৎ দে বলেন, মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে। এই বিষয় নিয়ে পার্থ ভৌমিক বলেন, সনৎ দলের দুঃসময়ের কর্মী। তিনি জিতেছেন আমি খুব খুশি হয়েছি। অন্যদিকে, বিজেপি প্রার্থী রূপক মিত্র বলেন গণতন্ত্রের এই রায়কে আমি মাথা পেতে নিলাম। নৈহাটির মানুষকে আমি প্রণাম জানাই। নতুন বিধায়ককে আমার অভিনন্দন। তবে নৈহাটি উপনির্বাচনের ফল নিয়ে নির্বাচন কমিশনকে দায়ী করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তিনি নির্বাচন কমিশনের একাধিক নিয়ম নিয়ে প্রশ্ন তোলেন।
আরও পড়ুন: নতুন দিগন্ত, বার্ধক্যের দোরগোড়ায় থাকা দম্পতিকে সন্তান নিতে অনুমতি হাইকোর্টের
দেখুন অন্য খবর: