সাকিল মুস্তাক, নিউটাউন: নামি জলের কোম্পানির ব্র্যান্ড নকল করে পানীয় জল বিক্রির অভিযোগ। ঘটনায় হাতিয়াড়া পূর্বপাড়া থেকে এক জল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে ইকো পার্ক থানার পুলিশ ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে।
আরও পড়ুন:শীত পড়ার আগেই টানা বৃষ্টির সম্ভবনা, জানুন আবহাওয়ার আপডেট
পুলিশ জানিয়েছে, নামি সংস্থার ব্যান্ড নকল করে জলের ব্যবসা চালাচ্ছিল ওই ব্যবসায়ী। ইতিমধ্যে ইকোপার্ক থানার পুলিশ সেই জলের প্ল্যান্টে তল্লাশি চালিয়ে বেশ কিছু জলের জার উদ্ধার করেছে, একটি গাড়ি আটক করেছে পুলিশ।পাশাপাশি ওই জল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ তাকে বারাসত আদালতে পেশ করা হবে।
দেখুন অন্য খবর: