নয়াদিল্লি: মহারাষ্ট্রে (Maharashtra) কংগ্রেস (Congress) মাত্র ১৬টি আসন পেয়েছে। হার হয়েছে ইন্ডিয়া জোট মহাবিকাশ আঘাড়ির (Maha Vikas Aghadi)। রবিবার চাউর হয় হারের দায় নিয়ে পদত্যাগ করেছেন মহারাষ্ট্র কংগ্রেসের সভাপতি নানা পাটোলে। জল্পনা উড়িয়ে সোমবার কংগ্রেস জানাল, নানা পাটোলে পদত্যাগ করেননি। কংগ্রেস সূত্রে খবর, পাটোলে পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু, হাইকমান্ড তা গ্রহণ করেনি। এদিন পাটোলে শুধু মন্তব্য করেন, মহাবিকাশ আঘাড়ি জোট অক্ষুণ্ণ রয়েছে।
এনডিএর ‘মহাযুতি’ জোট, একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি বিধানসভা নির্বাচনে ২৩৫টি আসন পায়। অন্যদিকে কংগ্রেস, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি), শরদ পওওয়ারের নেতৃত্বাধীন এনসিপির মহাবিকাশ আঘাড়ির জোট ৪৯টি আসন পেয়েছে। কংগ্রেস ১০৩টি আসনের মধ্যে মাত্র ১৬টি আসনে জিতেছে। এবং সাকোলি থেকে প্রার্থী হওয়া নানা পাটোলে মাত্র ২০৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। উল্লেখযোগ্যভাবে, পাটোলে ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে সাকোলি থেকে প্রায় ৮ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন।বিজেপি মহারাষ্ট্রে ১৩২ টি আসনে জয়ী হয়ে বৃহত্তম দল হয়। এমভিএ জোট বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ করেছে।
আরও পড়ুন: হেমন্তের আবেদনে সাড়া দিয়ে শপথ অনুষ্ঠানে রাঁচি যাবেন মুখ্যমন্ত্রী
দেখুন অন্য খবর: