সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, নন্দীগ্রাম: সমবায় ভোট (Vote) পরবর্তী হিংসায় উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)। তার মধ্যেই তৃণমূল (Tmc) কর্মীকে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মৃতের নাম বিষ্ণুপদ মণ্ডল। রবিবার রাতে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ৭ নম্বর জলপাই গ্রামে বিজেপি কর্মীদের সশস্ত্র বাহিনীর হামলার অভিযোগ ওঠে।
ভোজালি দিয়ে তাঁকে কোপানো হয় খবর। মারধরের হাত থেকে রেহাই পাননি তৃণমূল কর্মীর দাদা গুরুপদ মণ্ডল। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি তিনি।
এদিকে, এই খুনের ঘটনার প্রতিবাদে দফায় দফায় পথ অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকেরা।
আরও পড়ুন: দিল্লি সহ উত্তরভারতে শৈত্যপ্রবাহের সতর্কতা, ৬ ডিগ্রিতে নামবে পারদ
নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়া, সোনাচূড়া, হাজরাকাটা-সহ বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে তৃণমূল
রবিবার ছিল তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের ভোট। তাতে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কাঞ্চননগর হাই স্কুল ভোটগ্রহণ কেন্দ্রে বোমাবাজির ঘটনা ঘটে।
বিজেপি-তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। তার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কো-অপারেটিভ ব্যাংকের ভোটে হলদিয়া, সুতাহাটা, মহিষাদল, ময়না,তমলুক, চণ্ডীপুর-সহ মোট বারোটি শাখায় ৬৯টি আসনে ভোট হয়েছিল।
তার মধ্যে ৫৬টি আসনে জয়ী হয়ে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ বোর্ড গঠনের ক্ষমতা অর্জন করেছে। নন্দীগ্রাম এক এবং দুই নম্বর ব্লকে বিজেপি ১৩টি আসনে জয়ী হয়েছে। গুরুপদ বাবু নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি।
দেখুন অন্য খবর: