কলকাতা: দিন দিন বাড়ছে ক্যানসারের প্রকোপ। আজকাল অনেক বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন এই মারণ রোগে। বিশেষ করে মহিলাদের মধ্যে আতঙ্কের আরেক নাম জরায়ুমুখের ক্যানসার। এই রোগ হলে যে মৃত্যু অনিবার্য, তেমনটাও কিন্তু নয়। তবে ক্যানসারের চিকিৎসাস্বরূপ কেমোথেরাপি অনেক বেশি যন্ত্রণাদায়ক। কিন্তু এবার সুইডেনের বিজ্ঞানীদের একটি আবিষ্কার ক্যানসারের চিকিৎসায় আমূল পরিবর্তন আনতে চলেছে। কারণ, ক্যানসার চিকিৎসায় এক বিপ্লব আনতে চলেছে ন্যানো রোবট প্রযুক্তি। সম্প্রতি, ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের একদল গবেষক ইঁদুরের শরীরে ন্যানো রোবট প্রয়োগ করে টিউমার ধ্বংসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা পেয়েছেন। ন্যানো প্রযুক্তির মাধ্যমে সুস্থ কোষগুলিকে সুরক্ষিত রেখে ক্যানসারের কোষগুলিকে টার্গেট করার বিষয়ে গবেষণা চালিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: জেগে উঠছে ঘুমন্ত সূর্য, পৃথিবীর উপর কী প্রভাব?
গবেষণাটি ‘নেচার ন্যানো টেকনোলজি’ পত্রিকায় প্রকাশিত হয়েছে। গবেষণায় বলা হয়েছে, ন্যানো রোবটটিকে এমন আকার দেওয়া হয়েছে যাতে এটি টিউমারের ভিতরে গিয়ে সক্রিয় হয় এবং সুস্থ কোষের ক্ষতি না করেই ক্যানসারের কোষগুলিকে ধ্বংস করতে পারে। এই পদ্ধতিটি কেবল টিউমারের সংলগ্ন অ্যাসিডিক পরিবেশে সক্রিয় হয়। গবেষণার প্রাথমিক স্তরে, ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা পেপটাইডের একটি ষড়ভুজাকার কাঠামো তৈরি করেন, যা ‘ডেথ রিসেপ্টর’ প্রক্রিয়াটি চালিত করতে পারে। পেপটাইডটি টিউমারের কোষগুলির ওপর প্রভাব ফেলতে সক্ষম। গবেষকদের মতে, এই পদ্ধতিটি ইঁদুরের দেহে প্রয়োগ করার পর টিউমারের আকার ৭০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হয়েছে। জানা গিয়েছে, দু’টি ইঁদুরের উপর এই পরীক্ষা চালানো হয়েছে। তাদের মধ্যে একটিতে সক্রিয় ন্যানো রোবট এবং অন্যটিতে নিষ্ক্রিয় রোবট দেওয়া হয়। সক্রিয় রোবটটি টিউমারের বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমাতে পেরেছে বলে দাবি গবেষকদের। তবে, এই পদ্ধতি মানবদেহে প্রয়োগের জন্য আরও গবেষণা ও উন্নতির প্রয়োজন রয়েছে। ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের অধ্যাপক ইয়ং ওয়াং জানান, জটিল ক্যানসারের মডেলগুলিতে এই ন্যানো রোবট প্রয়োগ করা হবে। বিশেষত মানবদেহের ক্যানসারের সাথে সাদৃশ্যপূর্ণ মডেলে এর প্রয়োগ করা হবে। তিনি মনে করেন, ভবিষ্যতে ক্যানসারের চিকিৎসায় ন্যানো প্রযুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
দেখুন আরও খবর: