কলকাতা: মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে (Maharashtra Assembly Election) এনডিএ জোটের মহাজয়। মারাঠাভুমে বিরোধীরা ধরাশায়ী। এই জয়ের উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কথায় এই জয় ‘ঐতিহাসিক’। মহায়ুতি নেতাদের প্রশংসায় করে মোদি বলেন, সুশাসন এবং উন্নয়নের জোয়ার এই জয় এনে দিয়েছে এই জয়। বিরোধীদের খোঁচা দিতে ছাড়েননি তিনি।
মহারাষ্ট্রের ২৮৮টি আসনের মধ্যে শাসক মহায়ুতি জোট জয়ী ১৫৫ আসনে। শনিবার মহারাষ্ট্রে বিজেপির সদর দফতরে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী। ভাষণে ভালো ফলের জন্য বিজেপি নেতাদের প্রশংসা করেন। ভাল ফল করেছে তার খতিয়ান তুলে ধরেন। মোদি বলেন, এই জয় ঐতিহাসিক। জয় নিয়ে এক্স হ্যান্ডেলে নির্বাচনের ফল নিয়ে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, ‘উন্নয়ন জয় হল। সুশাসনের জয় হল। একজোট হয়ে আমরা উন্নতির শিখরে পৌঁছব এবার। মহারাষ্ট্রের ভাই-বোনেদের হৃদয়ের অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। যুব এবং মহিলা ভোটাররা কামাল করেছেন। মহারাষ্ট্রের মানুষের জন্য আরও কাজের প্রতিশ্রুতি দিলাম।
আরও পড়ুন: রাহুলকে ছাপিয়ে ওয়েনাডে জয়ী প্রিয়াঙ্কা
বিরোধীদের খোঁচা দিয়ে মোদি বলেন, বিরোধীদের অপপ্রচার, কুৎসার জবাব দিয়েছে মারাঠাবাসী। পরিবারবাদকে কোনও সুযোগ দেয়নি। উন্নয়নের উপর ভর করেই ভোটাধিকার প্রয়োগ করেছেন মানুষ। এই জয় বিকশিত ভারতের সঙ্কল্পকে আরও মজবুত করেছে।
দেখুন ভিডিও