নয়াদিল্লি: শনিবার সংসদে (Parliament) সংবিধান (Constitution) নিয়ে আলোচনায় জরুরী অবস্থার নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জওহরলাল নেহরুর অর্ডিন্যান্স থেকে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা। এদিন প্রধানমন্ত্রীর আলোচনার বেশির অংশ জুড়ে ছিল গান্ধী পরিবারের কথা। মোদি বলেন, কংগ্রেস কোনও দিন জরুরী অবস্থারর কালি মুছতে পারবে না। দেশে জরুরী অবস্থার জারি করে গোটা দেশের মানুষের স্বাধীণতা, অধিকার কেড়ে নিয়ে ছিল। জেলখানায় পরিণত হয়েছিল দেশ। এমনকী সংবিধানের ২৫ বছর পূর্তিতে ভারতীয় সংবিধান ছিঁড়ে ফেলা হয়েছিল। কংগ্রেস সেই দাগ মুছতে পারবে না।
গান্ধী পরিবারকে বিঁধে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলে গেলেন, সংবিধান সংসদে গৃহীত হওয়ার পর ৭৫ বছরে ৫৫ বছরই রাজত্ব করেছে একটা পরিবার। কংগ্রেসের পরিবার সংবিধানকে আঘাত করতে ছাড়েনি। তিনি আরও বলেন, ৭৫ বছরে কংগ্রেস ৭৫ বার সংবিধানকে রক্তাক্ত করেছে। সেই কু-বিচার, কু-নীতির প্রভাব আজও রয়েছে। এর ফল দেশকে ভুগতে হয়েছে। এই পাপ কোনও দিন মোছা যাবে না।
নেহেরু নাম করে মোদি বলেন, সংবিধান বাধা হলেই তা নেহেরু বদলে দিতেন। সংবিধান বদলের এই রীতি শুরু হয়েছিল নেহেরু জমানাতেই। মোদির দাবি, আজ কাশ্মীরের যে অবস্থা সেটা এড়ানো যেত, যদি না সংবিধানে ৩৭০ ধারা যোগ করা হত। প্রধানমন্ত্রীর অভিযোগ, সেসময় দেশের অধিকাংশ জনপ্রতিনিধি অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে ছিলেন। কিন্তু সেই প্রস্তাব গ্রহণ করেননি নেহেরু। এমনকী সংরক্ষণেরও বিরোধিতা করেন তিনি।
দেখুন ভিডিও