কলকাতা: ডায়মন্ডহারবার (Diamond Harbour) লোকসভা (Loksabha Vote) কেন্দ্র থেকে ভোটে লড়ব। হুঁশিয়ারি আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকির (Naosad Siddiqui)। আইএসএফ (ISF) প্রথম হবে সেখানে। কে দ্বিতীয় ও কে তৃতীয় হবে তৃণমূল, বিজেপি ঠিক করুক। রবিবার ডায়মন্ডহারবারে একটি অনুষ্ঠান থেকে এমনই মন্তব্য নওসাদের। তিনি বলেন, দুর্নীতিগ্রস্তদের হাত থেকে ডায়মন্ডহারবারকে মুক্তি দেব। ডায়মন্ডহারবার প্রস্তুত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন পায়ের তলায় মাটি সরছে তাই মাটি কামড়ে পড়ে থাকার চেষ্টা করছেন। ভোটের সময় দেখবেন বিছানাপত্র নিয়ে ডায়মন্ডহারবারে চলে এসেছেন অভিষেক। উল্লেখ্য, ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নওসাদের এই বক্তব্যের জবাব দিয়েছেন তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ডায়মন্ডহারবার হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্গ। তিনি ডায়মন্ডহারবারের প্রতিটা মানুষের জন্য কাজ করেন। ২৪ ঘণ্টা কাজ করেন। তিনবার নওসাদকে জন্ম নিতে হবে।
আরও পড়ুন: পাহাড়ের মানুষের সঙ্গে বিজেপি অন্যায় করেছে: হামরো পার্টি
গত বিধানসভা ভোটে উত্থান আইএসএফের। বামেদের সঙ্গে জোট গড়ে ভোটে জয়ী হয় আইএসএফ। ভাঙড়রের বিধায়ক তারপর থেকেই রাজ্যে বিরোধী দলের অন্যতম মুখ হয়ে উঠেছেন।
আরও খবর দেখুন