কলকাতা: কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের গাড়ির চালককে মারধর। অভিযোগের তির ভআঙড়এর বিধায়ক নওশাদ সিদ্দিকির নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার অভিশিক্তা মোড় এলাকায়। ওই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন অভিশিক্তা মোড়ের এলাকা দিয়ে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার চন্দ্রানি মুখোপাধ্যায়ের গাড়ি যআচ্ছিল। সেই সময় পিছন থেকে আসা নওশাদের গাড়ি ওভারটেক করার চেষ্টা করে। বেশকিছু সময়ের পর ওভারটেক করে রেজিস্ট্রারের গাড়ি দাঁড় করায়। এরপর নওশাদের নিরাপত্তারক্ষী রেজিস্ট্রারের গাড়ির চালককে বের করে চড় মারে বলে অভিযোগ।
পুলিশ সূত্র খবর, গোটা ঘটনার সময় গাড়িতেই ছিলেন নওশাদ। কিন্তু তা সত্ত্বেও তিনি এই ঘটনায় কোনও প্রতিবাদ জানাননি বলে অভিযোগ। যেহেতু বিধায়কের গাড়ি তা সত্ত্বেও কেন জায়গা দেওয়া হল না সে কারণেই মারধর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত নওশাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।