কলকাতা: মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে মহাযুতি জোট। এই জোটে বিজেপি ছাড়াও রয়েছে এনসিপি এবং শিবসেনা। তবে ভোটে জিতলেও মুখ্যমন্ত্রিত্ব কোন দলের প্রার্থীকে দেওয়া হবে, তা নিয়ে জট যেন কাটছেই না। তবে এই নিয়ে শনিবার সন্ধ্যায় একটি বড় আপডেট দিলেন অজিত পাওয়ার। একটি বিবৃতিতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে জোটসঙ্গী কোনও দলকেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়বে না বিজেপি। অর্থাৎ, তিনি এই ইঙ্গিত খুব স্পষ্টভাবে দিয়েছেন যে, বিজেপির মনোনিত কোনও প্রার্থীই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। তবে কোনও নাম ঘোষণা করেননি অজিত পাওয়ার। একইসঙ্গে তিনি জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রিত্ব ছাড়া অন্যান্য মন্ত্রিত্ব পদ পাবেন এনসিপি এবং শিবসেনা দলের প্রার্থীরা।
আরও পড়ুন: এই তিন মন্ত্রক না পেলে সরকারে থাকবেন না শিন্ডে!
প্রসঙ্গত, বৃহস্পতিবার অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেছিলেন ফড়নবিশ, শিন্ডে এবং অজিত পওয়ার। সেই বৈঠকে নাকি শিন্ডে বলেছিলেন, মুখ্যমন্ত্রিত্ব না পেলে স্বরাষ্ট্র, অর্থ এবং রাজস্ব দফতর চেয়েছেন যাতে রাজ্যে দুই দলের শক্তির মধ্যে ভারসাম্য থাকে। শিবসেনা নেতা এও বলেছেন, এই দফতরগুলো পেলে তবেই উপমুখ্যমন্ত্রীর কে হবেন তা সিদ্ধান্ত নেবেন তিনি। শুক্রবারও মহাযুতি জোটের তিন শীর্ষ নেতার মুম্বইয়ে বৈঠকে বসার কথা ছিল। মন্ত্রিত্ব নিয়ে জট ছাড়াতে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু একনাথ শিন্ডে বৈঠক বাতিল করে সাতারায় তাঁর গ্রামের বাড়িতে চলে যান। এতে রাজনৈতিক মহলে আরও জল্পনা শুরু হয়েছে। কারণ যতবারই তিনি গ্রামের বাড়ি গিয়েছেন, ফিরে এসে কোনও বড় ঘোষণা করেছেন।
দেখুন আরও খবর: