কলকাতা: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) মঙ্গলবার বাংলাদেশ (Bangladesh) সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, প্রতিবেশী দেশগুলি একে অপরের উপর নির্ভরশীল। যা হচ্ছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ আমাদের প্রতিবেশি এবং আমাদের পক্ষ থেকে সম্পর্কটি এমন কিছু যা আমরা স্থিতিশীল রাখতে চাই। আমাদের ভালো বাণিজ্য আছে… আমাদের জনগণের মধ্যে সম্পর্ক ভালো… আমি চাই। সম্পর্কটা এভাবেই রাখা থাকবে।
এর আগে জয়শঙ্কর সংসদকে বলেন, শেখ হাসিনার অফিস খুব অল্প সময়ের নোটিশে দিল্লির উদ্দেশ্যে আসার অনুমতি চেয়েছিল। একটি সর্বদলীয় ব্রিফিংয়ে তিনি বলেন ভারত সরকার হাসিনাকে তার পরবর্তী পদক্ষেপগুলি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দিতে প্রস্তুত। গত সপ্তাহে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনুস বলেন, তার দেশও ভারতের সঙ্গে তার আগের ভাল সম্পর্ক বজায় রাখতে চায়। তিনি প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে একটি অভিনন্দন ফোন পেয়েছেন।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে শর্তসাপেক্ষে জামিন মানিকের
ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার সর্বাত্মক চেষ্টা থাকবে। এক ইন্টারভিউতে মুহাম্মদ ইউনুস (Md Yunus) বলেছিলেন, ভারত আমাদের প্রতিবেশী। এবং একমাত্র প্রতিবেশি বলা যায়। কারণ চারদিক থেকেই ভারত আমাদের আছে। কাজেই তার সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক হওয়া উচিত এবং হবে। এছাড়া আমাদের গত্যন্তর নাই। তাদেরও গত্যন্তর নাই। দুই দেশের মধ্যে বৈরী সম্পর্ক রেখে কেউ লাভবান হবে না। আমাদের সর্বাত্মক চেষ্টা হবে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা। বন্ধুত্বের শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া এটা আমাদের উদ্যোগ। জলবন্টন চুক্তি নিয়ে আন্তর্জাতিক আইন আছে। দুই দেশের মধ্যে চলমান বিরোধ নিরসনে দুই দেশ আন্তর্জাতিক আইন মেনে নিলেই সেটির সমাধান হবে।
আরও খবর দেখুন