ওয়েব ডেস্ক: সিজারিয়ায় ড্রোন হামলার পর ভয়ে রয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মাসখানেক আন্ডার গ্রাউন্ড তিনি। সূত্রের খবর, বাঙ্কারে লুকিয়ে আইডিএফ সেনাদের যুদ্ধের নির্দেশ দিয়ে চলেছেন তিনি। নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ মেনে বেসমেন্টে অফিস করছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ১০-২০ বছর ক্ষমতায় থাকতে চায় ইউনুস সরকার! বিস্ফোরক বিএনপি নেতা
প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে ইজরায়েলের মন্ত্রীসভার বৈঠকের স্থান বারবার বদল করা হয়েছে। পিছনো হয়েছে ছেলের বিয়েও। আসন্ন কয়েকমাসের মধ্যে বিয়ের অনুষ্ঠান হওয়ার কোনও সম্ভবনা নেই। অপরদিকে, জেরুসালেমে এক দুর্নীতি মামলায় নেতানিয়হুর সাক্ষী দেওয়ার কথা ছিল। কিন্তু পিছনো হয়েছে নির্ধারিত সাক্ষ্য গ্রহণের তারিখও। হামলা এড়াতে সাক্ষ্যগ্রহণের দিন পিছিয়ে দিতে আবেদন করা হয়েছে।
তবে এ ঘটনা প্রথম নয়। এর আগেও বহুবার আদালতে হাজিরা দেওয়ার তারিখ পিছিয়েছে নেতানিয়াহু সরকার। বর্তমানে তাঁর বিরুদ্ধে তিনটি মামলা চলছে। প্রথম দুটি জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের। তৃতীয় মামলা ঘুষ গ্রহণের ন্যায়। ২০২০ সালে মামলাগুলি দায়ের হলেও, শুনানি শুরু হয় আরও মাস চারেক পর। বর্তমানে কোর্টে হাজিরা দেওয়া বাধ্যতামূলক হলেও, নিরাপত্তার কারণে মাত্র কয়েকবারই হাজিরা দিতে সক্ষম হয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।
দেখুন আরও খবর: