নয়াদিল্লি: হিজবুল্লাহকে (Hezbollah) ফের হুঁশিযারি দিলেন ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। তাতেই অশনি সঙ্কেত দেখছে আন্তর্জাতিক মহল। নেতানিয়াহু রবিবার বলেছেন যে তেল আভিভ সাম্প্রতিক লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে এমনভাবে আঘাত করেছে যে তারা এটি কল্পনাও করতে পারেনি। সংবাদসংস্থা নেতানিয়াহুকে উদ্ধৃত করে বলেছে, যদি হিজবুল্লাহ এই বার্তাটি বুঝতে না পারে তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এবার বার্তাটি বুঝতে পারবে।
উল্লেখ্য, ইজরায়েল লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে। ইজরায়েলি যুদ্ধবিমান লেবাননের দক্ষিণ জুড়ে প্রায় এক বছরের যুদ্ধের মধ্যে সবচেয়ে তীব্র বোমাবর্ষণ করেছে। হিজবুল্লাহও পাল্টা আক্রমণ করেছে। ইজরায়েলের উত্তরে সামরিক লক্ষ্যবস্তুতে রকেট হামলার দাবি করেছে। ইজরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা শনিবার প্রায় ২৯০টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর আগে শুক্রবার, ইজরায়েলি বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে হিজবুল্লাহ কমান্ডারসহ অন্তত ৩৭ জন নিহত হয়। হিজবুল্লাহ বলেছে হামলায় নিহতদের মধ্যে সিনিয়র নেতা ইব্রাহিম আকিল এবং আরেক কমান্ডার আহমেদ ওয়াহবি সহ ১৬ সদস্য রয়েছেন।
আরও পড়ুন: লেবাননে পেজার বিস্ফোরণে আন্তর্জাতিক নজরে এক রহস্যময়ী
আরও খবর দেখুন