নামখানা: আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা। কাকদ্বীপ, সাগর, নামখানা, পাথরপ্রতিমা সহ বিভিন্ন উপকূলীয় এলাকায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত (Rainfall)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথরপ্রতিমা সহ বিভিন্ন উপকূলীয় এলাকায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নিম্নচাপ তৈরি হলে এর অভিমুখ থাকবে শ্রীলংকা এবং অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলের দিকে। ফের নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে। পূর্বাভাস বলছে আজ তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। যার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। হালকা বৃষ্টির আশঙ্কা সম্ভাবনা রয়েছে দক্ষিণের উপকূলের জেলায় ও উত্তরবঙ্গে।
আরও পড়ুন: আজ থেকে শুরু হল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, স্কুলগুলিকে চিঠি দিল পর্ষদ
কালীপুজো মিটতেই কুয়াশায় ঢাকছে ভোর। জেলায় জেলায় কুয়াশা দেখা যাচ্ছে। হালকা শীত শীত ভাবও অনুভূত হচ্ছে। যদিও বেলা গড়াতেই ফের গরম পড়ছে। এরই মাঝে ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের উপকূলীয় এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। পাশাপাশি বিক্ষিপ্ততে ভাবে দু এক পসলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাজ্যের বেশ কিছু জায়গায়। পূর্বাভাস অনুযায়ী দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে আবহাওয়ার বদল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলীয় এলাকায়।
অন্য খবর দেখুন